নগর মাতৃসদন হাজারীবাগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

নগর মাতৃসদন হাজারীবাগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর পরিচালিত আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প -২য় পর্যায়, ডিএসসিসি, পার্টনারশিপ এরিয়া -৩ এবং দৃষ্টি চক্ষু হাসপাতালের উদ্যেগে ৯ ডিসেম্বর ২০১৯ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পটি নগর মাতৃসদন, হাজারীবাগে সকাল ৯:৩০ হতে দুপুর ২:০০ পর্যন্ত অনুষ্ঠিত হয়। ক্যাম্পটিতে দৃষ্টি চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ কে.এম. সেলিম মাহমুদ রোগী দেখেন। ক্যাম্পটির মাধ্যমে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৮৫ জনকে সেবা দেয়া হয়। এসব রোগীদের মধ্য থেকে প্রযোজন অনুসারে স্বল্প মূল্যে ও অতি দরিদ্রদেরকে বিনামূল্যে দৃষ্টি চক্ষু হাসপাতাল ছানি অপারেশনের সুযোগ দিবেন। কামরাঙ্গি চরের বাসিন্দা মোছাঃ পিয়ারি বেগম তার ভাইয়ের সাথে আজকের ক্যাম্পটিতে তার চোখ দেখান । দৃষ্টি চক্ষু হাসপাতাল তার ছানি অপারেশনের দায়িত্ব নেন। ক্যাম্পটি সুষ্ঠভাবে পরিচালনায় সার্বিকভাবে সহযোগিতা করেন ডাম স্বাস্থ্য সেক্টর ইউপিএইচসিএসডিপি-২য়, ডিএসসিসি পিএ-৩ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মাহফিদা দীনা রুবাইয়া, কিøনিক ম্যানেজার ডাঃ ইসরাত শারমিন, কাউন্সেলর হাছিনা খানম এবং দৃষ্টি চক্ষু হাসপাতালের অরগানাইজার মো: ফরহাদ হোসেন, অপটেমেট্রিষ্ট মো: মাহমুদুল হক, সহকারী ক্যাম্প কোর্ডিনেটর মো: মাসুম পারভেজ।