কারা কর্মকর্তাদের মানসিক স্বাস্থ্য বিষয়ক অনলাইন প্রশিক্ষণ শুরু

কারা কর্মকর্তাদের  মানসিক  স্বাস্থ্য  বিষয়ক অনলাইন প্রশিক্ষণ শুরু

আজ ০৮ই আগস্ট ২০২১ ঢাকা আহ্ছানিয়া মিশন ও কারা অধিদপ্তরের যৌথ উদ্যোগে জিআইজেড বাংলাদেশ ও ঢাকা আহ্ছানিয়া মিশন কর্তৃক বাস্তবায়িত এবং বৃটিশ ও জার্মান সরকারের যৌথ অর্থায়নে রুল-অফ-ল প্রোগ্রামের অধীনে কারা কর্মকর্তা ও কর্মচারীদের মানসিক চাপ ব্যবস্থাপনা বিষয়ক তিনদিনব্যাপী অনলাইন প্রশিক্ষন শুরু হয় । প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাওলাইন নাহার, সহকারী কারা মহাপরিদর্শক ( প্রশিক্ষণ ও ক্রিয়া), কারা অধিদপ্তর, মোহাম্মদ শাহজাহান কুরেশি , হেড অফ পারফরমেনস ‘রুল অব ল’, জিআইজেড। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য ও প্রশিক্ষণের উদ্দেশ্য নিয়ে বক্তব্য প্রদান করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ। পর্যায়ক্রমে দেশের ৫৫টি জেলা কারাগারের কর্মকর্তা ও কর্মচারীদের ১১ টি ব্যাচের মাধ্যমে এই প্রশিক্ষণ প্রদান করা হবে। ইতোমধ্যে গত জানুয়ারি ২০২১ এ প্রশিক্ষণটি দেশের ১৩ টি কেন্দ্রীয় কারাগারের ১০৪ জন কারা কর্মকর্তা ও কর্মচারীদের মানসিক চাপ ব্যবস্থাপনা বিষয়ক এই প্রশিক্ষণটি প্রদান করা হয়।