আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প -২য় পর্যায়, ডিএসসিসি, পার্টনারশিপ এরিয়া-৩ হাজারীবাগে বিনামূল্যে চোখের চিকিৎসা

Free Eye Treatment Camp of Urban Primary Care Services Delivery

ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর পরিচালিত আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প-২য় পর্যায়, ডিএসসিসি, পার্টনারশিপ এরিয়া-৩ এবং বাংলাদেশ আই ট্রাস্ট হাসপাতালের উদ্যোগে ২৯ নভেম্বর বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পটি রাজধানীর নগর মাতৃসদন হাজারীবাগে সকাল ৯:৩০ হতে দুপুর ২.০০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হয়। ক্যাম্পটিতে বাংলাদেশ আই ট্রাস্ট হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ হাসা জাওয়াদ রোগী দেখেন। ক্যাম্পটির মাধ্যমে নারী, পুরুষ ও শিশুসহ মোট ১০৩ জনকে সেবা দেয়া হয়। এসব রোগীদের মধ্যে থেকে প্রয়োজন অনুসারে স্বল্পমূল্যে ও অতিদরিদ্রদেরকে বিনামূল্যে বাংলাদেশ আই ট্রাস্ট হাসপাতাল ছানি অপারেশনের সুযোগ দেওয়া হবে। কালুনগরের বাসিন্দা মোছাঃ ফজিলা বেগম আজকের ক্যাম্পটিতে তার চোখ দেখান। ফজিলা বেগম জানান, এই ক্যাম্পে না আসলে আমি জানতাম না আমার চোখে ছানি পড়েছে। বাংলাদেশ আই ট্রাস্ট হাসপাতাল একজন রোগীর ছানি অপারেশনের দায়িত্ব নেন। তিনি বলেন আমরা মত হত দরিদ্র পরিবারের পক্ষে এই ছানি অপারেশন সম্ভব না। এই ক্যাম্পের মাধ্যমে বাংলাদেশ আই ট্রাস্ট হাসপাতালে ফ্রি ছানি অপারেশন সুযোগ করে দেওয়ায় তিনি সবাইকে ধন্যবাদ জানান। ক্যাম্পটি সুষ্ঠভাবে পরিচালনায় সার্বিকভাবে সহযোগিতা করেন ডাম স্বাস্থ্য সেক্টর ইউপিএইচ সিএসডিপি ডিএসসিসি পিএ-৩ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মাহফিদা দীনা রুবাইয়া, ক্লিনিক ম্যানেজার ডাঃ ইসরাত শারমিন, এমআইএস অফিসার মোঃ মনিরুজ্জামান এবং বাংলাদেশ আই ট্রাস্ট হাসপাতালের অরগানাইজার মো: মামুন উর রশিদ, অপটেমেট্রিষ্ট মো: বাদল সাহা শোভন, সহকারী ক্যাম্প কো-অর্ডিনেটর মো: বোরহান উদ্দিন।