আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প -২য় পর্যায়, ডিএসসিসি, পার্টনারশিপ এরিয়া -৩ হাজারীবাগে হামরুবেলা ক্যাম্পেইন উদ্বোধন

আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প -২য় পর্যায়, ডিএসসিসি, পার্টনারশিপ এরিয়া -৩ হাজারীবাগে হামরুবেলা ক্যাম্পেইন উদ্বোধন

আয় আয় সোনামণি টিকা নিয়ে যা প্রতিপাদ্য কে সামনে রেখে ১২ ডিসেম্বর ২০২০ ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর পরিচালিত আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসে সডেলিভারী প্রকল্প-২য়পর্যায় (ইউপিএইচসিএসডিপি-২য় পর্যায়), ডিএসসিসি, পার্টনারশিপ এরিয়া-৩,নগরমাতৃসদন, হাজারীবাগে হামরুবেলা ক্যাম্পইন এর শুভ উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শরীফ আহমেদ। সম্প্রসারিত টিকা দান কর্মসূচি (ইপিআই) দেশব্যাপী ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী সকল শিশুদের হাম-রুবেলাটিকা প্রদান করবেন ১২ ডিসেম্বর ২০২০ থেকে ২৪ জানুয়ারী ২০২০ পর্যন্ত। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডা. মীর মোস্তাফিজুর রহমান,উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ডা. সানজিদা ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ডা. আবু সাদত মোঃ সালেহ, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা, অঞ্চল-৩, ঢাকা দক্ষিণ সিটিকর্পোরেশন, ডা. শারমিন দৌলা, ইপি আই কনসালটেন্ট ইউনিসেফ ,ডা. মহিবুল কাশেম, সার্ভিল্যান্স ইমুনাইজেশন মেডিকেল অফিসার, ডা. জিবা শিষ চাকমা, সার্ভিল্যান্স ইমুনাইজেশন মেডিকেল অফিসার ও ইউপিএইচসিএসডিপি-২য় পর্যায়, ইউপিএইচসিএসডিপি-২য় পর্যায়, ডিএসসিসি, পিএ-৩ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মাহফিদা দীনা রুবাইয়া, উদ্বোধন অনুষ্ঠানের সার্বিকভাবে সহযোগিতা করেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প-২য় পর্যায়|