ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ (সংশোধিত ২০১৩) এবং বিধিমালা ২০১৫ অনুযায়ী পাবলিক প্লেসে ধূমপান আইনত দন্ডনীয় অপরাধ । উল্লেখিত আইননুযায়ী হাসপাতাল সমূহ পাবলিক প্লেসের অন্তর্ভূক্ত। ঢাকা আহ্ছানিয়া মিশন এর এ্যাডভোকেসী ও সচেতনতামূলক কার্যক্রমের ফলে ঢাকা জেলার সিভিল সার্জন, ডা: মোঃ এহসানুল করিম একটি নোটিস জারি করেন। নোটিসে ঢাকা জেলার সকল উপজেলা হাসপাতাল, কমিউনিটি ক্লিনিকসমূহ ও জিওডি সমূহের প্রধান গণকে তাদের নিজ নিজ প্রতিষ্ঠান ধূমপানমুক্ত রাখার পাশাপাশি ডাক্তার, নার্স, ষ্টাফদের মাঝে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ এবং হাসপাতালের দৃশ্যমান স্থানে ধূমপানমুক্ত সাইনেজ বা নির্দেশনা লাগানোর জন্য অনুরোধ করা হয়। উল্লেখ্য যে, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ (সংশোধিত ২০১৩) আইন অনুযায়ী হাসপাতাল ও ক্লিনিক সমূহ পাবলিক প্লেস হিসাবে বিবেচিত হবে এবং পাবলিক প্লেসে কোন ব্যক্তি ধূমপান করতে পারবেন না। কোন ব্যক্তি এই বিধান লঙ্ঘন করলে অনধিক তিনশত টাকা অর্থদন্ডে দন্ডিত হবেন এবং উক্ত ব্যক্তি দ্বিতীয়বার বা পুনঃ পুনঃ একই ধরনের অপরাধ সংঘটন করলে তিনি পর্যায়ক্রমিকভাবে উক্ত দন্ডের দ্বিগুন হারে দন্ডনীয় হবেন। এছাড়া পাবলিক প্লেস ও পরিবহনে সমূহে “ধূমপান হইতে বিরত থাকুন, ইহা শাস্তিযোগ্য অপরাধ” সম্বলিত নোটিশ বাংলা ও ইংরেজী ভাষায় প্রদর্শনের ব্যবস্থা করতে হবে।