সচেতনতা বৃদ্ধিতে তামাকবিরোধী রোড-শো

  গত ১৪ ফেব্রুয়ারী ২০১৮, তামাক ব্যবহারের বিভিন্ন ক্ষতিকর দিক ও তামাক নিয়ন্ত্রণ আইন সম্পর্কে জনগণকে সচেতন করতে দিনব্যাপী রোড-শো তথা ট্রাকের অস্থায়ী মঞ্চে ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা আহ্ছানিয়া মিশন। ২টি সুসজ্জিত ট্রাক ও ঘোড়ার গাড়ি নিয়ে মালেক বয়াতী ও তার দল তামাকের ক্ষতিকর দিক ও তামাক নিয়ন্ত্রণ আইন সম্পর্কে গানে গানে জনগণের মাঝে তুলে ধরেন। রোড-শোটি উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল। উদ্বোধনী পর্বে আরো উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. শেখ সালাহ্উদ্দিন, সচিবসহ সকল বিভাগীয় প্রধানগণ। উদ্বোধনীর পওে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ঢাকা উত্তর কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবন থেকে থেকে শুরু হয়ে পল্টন, প্রেসক্লাব, দোয়েল চত্বর, টিএসটি, কেন্দ্রীয় শহীদ মিনার, শাহাবাগ হয়ে কারওয়ান বাজারে এসে শেষ হয়। অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এ মগবাজার, হাতিরঝিল, গুলশান নিকেতন, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী, তেজগাঁও হয়ে কারওয়ান বাজার এলাকায় এনে শেষ হয়। এসময় জনগণের মাঝে ধূমপানের ক্ষতিকর দিক সম্বলিত ব্রুশিয়র বিতরণ করা হয়। এছড়াও বিভিন্ন পাবলিক প্লেস যেমন- পাবলিক লাইব্রেরী, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ওয়াসা ভবন সহ কিছু রেস্তোরাঁকে ধূমপানমুক্ত রাখার স্মারক লিপি ও ধূমপানমুক্ত নির্দেশিকা প্রদান করা হয়। কারওয়ান বাজার অঞ্চল-৫ এর প্রধান নির্বাহী এসএম অজিয়র রহমান রোড-শোটি সমাপ্ত করেন তার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে। এসময় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য প্রদান করেন ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস্ এর প্রোগ্রাম অফিসার আতাউর রহমান মাসুদ, ঢাকা আহ্ছানিয়া মিশনের সহকারী পরিচালক মোঃ মোখলেছুর রহমান সহ আরো অনেকে।