। ফেব্রুয়ারী ৮, ২০১৮
‘ইমারজেন্সি হেলথ কেয়ার ম্যানেজমেন্ট ফর রোহিঙ্গা পিপল’ প্রকল্পের কর্মীদের জন্য ‘ফাউন্ডেশন ট্রেনিং’য়ের আয়োজন করল ঢাকা আহ্ছানিয়া মিশন। দুই পর্বে (প্রথমে তিন দিন ও পরে পাঁচ দিন) এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ২৫ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত প্রশিক্ষণের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। তিন দিনের এ প্রশিক্ষণে প্রকল্পের মেডিকেল অফিসার ও ল্যাব টেকনিশিয়ানরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের দ্বিতীয় পর্ব ২৮ জানুয়ারি শুরু হয়ে ১ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকে। প্রকল্পের নার্স বা প্যারামেডিকস ও মিডওয়াইফদের নিয়ে পাঁচ দিনের এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রশিক্ষণ কক্ষে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। কক্সবাজার ও উখিয়ায় বসবাসরত রোহিঙ্গাদের ইমারজেন্সি শারীরিক এবং মানসিক চিকিৎসার বিষয়কে খেয়াল রেখেই মূলত প্রশিক্ষণটি সাজানো হয়েছে। প্রকল্পের কর্মীদের রোহিঙ্গাদের ইমারজেন্সি হেলথ কেয়ারের দক্ষতা বৃদ্ধিই ছিল প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। ঢাকা আহ্ছানিয়া মিশন মিয়ানমার থেকে নির্যাতন-নিপীড়নের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের সেবায় একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। রোহিঙ্গাদের ইমারজেন্সি দক্ষ সেবা প্রদানের প্রয়োজনেই মূলত ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি