রিকোভারী ডে আউট প্রোগ্রাম

রিকোভারী ডে আউট প্রোগ্রাম

আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন
কেন্দ্রের রিকোভারীদের অংশগ্রহণ


“A sweeter smile, a brighter day” এই শ্লোগানে ২২ ই মার্চ ২০১৯ আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র থেকে চিকিৎসা নিয়ে সুস্থ্য আছেন এমন রিকোভারীদের অনুপ্রাণিত করতে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যেগে রিকোভারী, রিকোভারীদের অভিভাবক এবং স্টাফদের অংশগ্রহণে দিনব্যাপী রিকোভারী ডে আউট প্রোগ্রাম আয়োজন করা হয়। উক্ত প্রোগ্রামটি ফ্যান্টাসি কিংডম এ আয়োজন করা হয়। এই প্রোগ্রামের যাত্রাপথের বিরতিতে সকালে জাতীয় স্মৃতিসৌধের গেটের সামনে “আসুন দেশকে ভালোবাসি, মাদক কে না বলি” এই শ্লোগানে মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধিতে মানববন্ধন করা হয়। এরপর ফ্যান্টাসি কিংডম এর আশুলিয়া রেস্টুরেন্টে আলোচনা, শেয়ারিং ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। শেয়ারিং প্রোগ্রামে প্রথমে স্বাগত বক্তব্য প্রদান করেন আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের ফোকাল পার্সন উম্মে জান্নাত। এরপর এই কেন্দ্র থেকে চিকিৎসা নিয়ে দীর্ঘদিন যাবৎ সুস্থ্য আছেন এ রকম দু’জন রিকোভারী তাদের সুস্থ্য জীবনের অভিজ্ঞতা এবং একজন জন স্টাফ তার কাজের শেয়ার অভিজ্ঞতা করেন। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রোগ্রামটি পরিচালনা করেন কেস ম্যানেজার মমতাজ খাতুন। এছাড়াও সকলের অংশগ্রহণে দুইটি খেলার আয়োজন করা হয়। এবং দুপুরের খাবারের বিরতির পরে অন্যতম আর্কষণীয় পর্ব র‌্যাফেল ড্র পরিচালনা করা হয়। এবং সবশেষে র‌্যাফেল ড্র ও খেলার বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করার মাধ্যমে রিকোভারী ডে আউট প্রোগ্রামের প্রথম পর্ব শেষ করা হয়। এরপর সকলে ফ্যান্টাসি কিংডমের বিভিন্ন রাইডস উপভোগ করেন।
উল্লেখ্য সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছে এবং এর বিরুদ্ধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে ঢাকা আহ্ছানিয়া মিশন সব সময় জনকল্যাণে সরকারকে সহায়তা করে। ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের প্রতিষ্ঠান আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র নারী মাদক নির্ভরশীলদের জন্য চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি বিভিন্ন সময়ে মাদক বিরোধী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করে।