মাদকাসক্তি চিকিৎসা সেবার গুণগত মান বৃদ্ধি জন্য প্রশিক্ষণের বিকল্প নেই

মাদকাসক্তি চিকিৎসা সেবার গুণগত মান বৃদ্ধি জন্য প্রশিক্ষণের বিকল্প নেই

মাদক নির্ভরশীল ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনে নিয়োজিত পেশাজীবীদের জন্য তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে। আজ ২৯ জুন, ২০১৯ তারিখ শনিবার ঢাকা আহ্ছানিয়া মিশন, স্বাস্থ্য সেক্টরের নিজস্ব ভবনে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্রেডেন্টশিয়ালিং এন্ড এডুকেশন অব এডিকশন প্রফেশনালস (আইসিসিই) ট্রেনিং-এ “ব্যাসিক কাউন্সেলিং ফর এডিকশন প্রফেশনালস” কারিকুলাম শুরু হয়। পাঁচ দিনের এই প্রশিক্ষণ আগামী ০৩ জুলাই, ২০১৯ তারিখ বুধবার পর্যন্ত চলবে।
উক্ত প্রশিক্ষণটি পরিচালনা করবেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের প্রধান এবং কলোম্ব প্ল্যানের গ্লোবাল মাষ্টার ট্রেইনার জনাব ইকবাল মাসুদ, ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের প্রকল্প কর্মকর্তা ও মাস্টার ট্রেইনার জনাব মো: আমির হোসেনসহ অন্যান্য আর্ন্তজাতিক স্বীকৃতি প্রাপ্ত মাস্টার ট্রেনার প্রমুখ।

মাদকাসক্তি চিকিৎসার ক্ষেত্রে যথাযথ দক্ষতার অভাবকে নিরূপণ করেই এই দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মাদক নির্ভরশীলদের চিকিৎসা ও পুনর্বাসনে নিয়োজিত ডাক্তার, কাউন্সেলর, ম্যানেজার এবং চিকিৎসা সংশ্লিষ্ট অন্যান্য পেশাজীবীদের জন্য আহ্ছানিয়া মিশন কলোম্ব প্ল্যানের ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্রেডেন্টশিয়ালিং এন্ড এডুকেশন অব এডিকশন প্রফেশনালস (আইসিসিই)-ট্রেনিং এন্ড ক্রেডেন্টশিয়ালিং প্রোগ্রামের মাধ্যমে প্রশিক্ষণের আয়োজন করছে যার কর্তৃক বাংলাদেশে অ্যাপ্রুভড এডুকেশন প্রভাইডার হিসেবে স্বীকৃতি পায় ঢাকা আহ্ছানিয়া মিশন। উল্লেখ্য, আহ্ছানিয়া মিশন দীর্ঘদিন ধরে বাংলাদেশে মাদক নির্ভরশীল ব্যক্তিদের চিকিৎসাসেবা প্রদান করে আসছে এবং পেশাজীবীদের দক্ষতা উন্নয়নের জন্যই কলোম্ব প্ল্যানের সাথে যৌথ এ উদ্যোগ।