মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উৎযাপন উপলক্ষ্যে কারাগারে সচেতনামুলক সভা অনুষ্ঠিত

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উৎযাপন উপলক্ষ্যে কারাগারে সচেতনামুলক সভা অনুষ্ঠিত
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উৎযাপন উপলক্ষ্যে কারাগারে সচেতনামুলক সভা অনুষ্ঠিত

২৬শে জুন আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উৎযাপন উপলক্ষ্যে গত ২৯/৬/২০১৯ তারিখে কাশিমপুর কেদ্রীয় মহিলা কারাগারে এবং ৩০/৬/২০১৯ তারিখে কাশিমপুর কেদ্রীয়-১ ও ২ এবং ঢাকা কেদ্রীয় কারাগারে সচেতনামুলক সভা ও লিফলেট বিতরন কার্যক্রম অয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট কারাগার সমূহের সিনিয়র জেল সুপার, জেলার, ডেপুটি জেলার, সুবেদারসহ আইআরএসওপি প্রকল্পের আরএস কাম কাউন্সেলরগণ। দিবসটির তাৎপর্য বর্ননা করে বক্তারা বলেন -মাদক একটি অভিশাপ যা আমাদের জীবনকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। বাংলাদেশেও বর্তমানে মাদকের ভয়াবহতায় তরুণ সমাজ সহ সব শ্রেণি পেশার মানুষ আজ মাদকের করাল গ্রাসে বন্দি হয়ে যাচ্ছে। মাদকের পরিনতি হিসেবে হাজতবাসের এবং মাদকের আগ্রাসী ছোবলে কিভাবে নিজের জীবন ও পরিবারকে হুমকির মুখে ফেলছে সে বিষয়ে বন্দীদের দৃষ্টি আকর্ষণ করেন। বক্তারা মাদক নেয়া ও ব্যবসা থেকে দূরে থাকতে বন্দীদের অনুরোধ করেন। তারা সকল মাদকাসক্ত বন্ধীদের চিকিৎসা নিতে আহবান জানান। নারী মাদকাসক্তি বিষয়টিও গুরুত্তের সাথে বক্তারা উল্লেখ করেন। তারা বলেন পুরুষদের তুলনায় নারীরা মাদকে বেশী ক্ষতিগ্রস্থ হয়। মা মাদকাসক্ত হলে সন্তান ও মাদকাসক্ত হয়ে পরার ঝুঁকিতে থাকে। তাই নারীদেরকেও মাদক বিষয়ে সচেতন থাকতে হবে এবং সুস্থ্য, সুন্দর মাদক মুক্ত সমাজ ও জাতি গঠনে পুরুষদের পাশাপাশি নারীদেরকেও অগ্রণী ভুমিকা পালন করারা আহবান জানান। বক্তারা এই ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য ঢাকা আহ্ছানিয়া মিশনকে ধন্যবাদ জ্ঞাপন করেন পাশাপাশি তাদের চিকিৎসায় ঢাকা আহ্ছানিয়া মিশনকে সহযোগিতা করার জন্য আহবান জানান।

উল্লেখ্য দাতা সংস্থা জিআইজেড এর সহযোগিতায় প্রকল্পটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা অধিদপ্তরের অংশীদাত্বের ভিত্তিতে ঢাকা আহ্ছানিয়া মিশন এর মাধ্যমে কারাবন্দীদের পুনর্বাসনের জন্য কাশিমপুর কেদ্রীয় মহিলা কারাগার , কাশিমপুর কেদ্রীয়-১ ও ২ এবং ঢাকা কেদ্রীয় কারাগারে দীর্ঘ দিন কাজ করে আসছে।