বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্প

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্প

ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর পরিচালিত আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প ডিএসসিসি পিএ-৩ ২য় পর্যায়ের উদ্যেগে ৭ ডিসেম্বর ২০১৯ বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা প্রদানে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। ক্যাম্পটি উদ্ধোধন করেন উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর হোসনে আরা শেফালী এসময় আরো উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মুক্তি রানী সাহা এছাড়া বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগন। ক্যাম্পটিতে ডাম স্বাস্থ্য সেক্টরের ইউপিএইচ সিএসডিপি ডিএসসিসি পিএ-৩ প্রকল্প ২য় পর্যায়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন উক্ত প্রকল্পের ব্যবস্থাপক মাহফিদা দীনা রুবাইয়া। ক্যাম্পটির মাধ্যমে ৩০ জন শিক্ষার্থীর রক্তের গ্রæপ পরীক্ষা এবং ৬৫ জন কে টিটি টিকা প্রদান করা হয়। এছাড়াও ১০০ জন শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা করেন ডাম ইউপিএইচ সিএসডিপি ডিএসসিসি পিএ-৩ প্রকল্পের মেডিকেল অফিসার ডা. ফারহানা রহমান। উক্ত ক্যাম্পটিতে ৫ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম কাজ করেন। মেডিকেল টিমে নেতৃত্ব প্রদান করেন মেডিকেল অফিসার ডা. ফারহানা রহমান ।এই টিমে আরো ছিলেন এফডবিøউভি,ফ্লিড সুপারভাইজার, সার্ভিস প্রমোটার ও ল্যাবটেকনিশিয়ানগন।

এছাড়াও মেডিকেল ক্যাম্পের সাথেই উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যেগে একটি মাদক বিরোধী সচেতনতামুলক তথ্য বুথ স্থাপন করা হয়। উক্ত বুথে মাদক বিরোধী সচেতনতামুলক তথ্য সম্বলিত ব্রæশিয়ার,পোষ্টার ও ষ্টিকার প্রদর্শন ও শিক্ষার্থীদের মাঝে তা বিতরণ করা হয়।