
মাদকের সহজলভ্যতা কমাতে পারলে শিক্ষার্থীদের মাদক নির্ভরশীলতার ঝুকিঁ ও অনেক কমবে
ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর পরিচালিত আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প ডিএসসিসি পিএ-৩ ও মাতৃপিঠ আইডিয়াল একাডেমি এন্ড হাই স্কুলের যৌথ উদ্যেগে শিক্ষার্থীদের অংশগ্রহনে ২৮ সেপ্টেম্বর ২০১৯ মাতৃপিঠ আইডিয়াল একাডেমি এন্ড হাই স্কুলে তামাক ও মাদক বিরোধী সচেতনতামুলক সভার আয়োজন করা হয়। সভায় শিক্ষার্থীরা তাদের শেয়ারিং এ বলেন মাদকের সহজলভ্যতা কমাতে পারলে শিক্ষার্থীদের মাদক নির্ভরশীলতার ঝুকিঁ ও অনেক কমবে এবং একই সাথে সকল পাবলিক প্লেসে তামাক নিয়ন্ত্রণ আইনের বাস্থবায়নের বিষয়ে বলেন। তামাক ও মাদক বিরোধী সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আলানুর আক্তার পারুল । সভায় প্রতিষ্ঠানের নবম শ্রেনীর ৫০ জন শিক্ষাথী অংশগ্রহণ করে। সভার শুরুতে প্রথমে এই সভাটি আয়োজনের উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য প্রদান করেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর পরিচালিত আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প ডিএসসিসি পিএ-৩ প্রকল্পের ব্যবস্থাপক মাহফিদা দীনা রুবাইয়া। অনুষ্ঠানে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পূনর্বাসন কেন্দ্রের প্রোগ্রাম অফিসার,উম্মে জান্নাত তামাক ও মাদক ব্যবহারের ক্ষতিকর দিক এবং এর প্রভাব বিষয়ে সচিত্র তথ্য উপস্থাপন করেন। পরবর্তীতে উপস্থাপনার ওপর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় যেখানে শিক্ষার্থীরা অংশগ্রহন করে। সবশেষে সভাপতির বক্তব্যে মধ্যেদিয়ে সভাটি সমাপ্ত হয়। সভায় আরো উপস্থিত ছিলেন এবং বক্তব্য প্রদান করেন আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প ডিএসসিসি পিএ-৩ প্রকল্পের ফ্যামিলি প্ল্যানিং কোর্ডিনেটর ডা. মাহবুবা ইয়াসমিন।
উল্লেখ্য,প্রতিদিন অপ্রাপ্তবয়স্কদের মাঝে তামাক ব্যবহারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা বলেন মাদক ব্যবহারের প্রথম ধাপ হিসেবে তামাকের কথা। তাই অপ্রাপ্তবয়স্কদের মাঝে তামাকের বিরুদ্ধে দেশের সকল স্তরে সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি করা প্রয়োজন।