তামাকমুক্ত সাতক্ষীরা পৌরসভা কার্যক্রমের উদ্বোধন

তামাকমুক্ত সাতক্ষীরা পৌরসভা কার্যক্রমের উদ্বোধন
আজ ১২ নভেম্বর ২০১৮ ইং তারিখে সাতক্ষীরা পৌরসভার সম্মেলন কÿ তামাকমুক্ত সাতক্ষীরা পৌরসভা কার্যক্রম উদ্বোধন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এই কার্যক্রমের উদ্বোধন করেন আলোচনা সভার সভাপতি ও সাতক্ষীরা পৌরসভা প্যানেল মেয়র ফারাহ দীবা খান সাথী । এ সময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার জেলা প্রশাসনের এ্যাসিসটেন্ট কমিশনার জনাব আমিনুল ইসলাম ।

সভার প্রথমে স্বাগত প্রদান করেন সাতক্ষীরা পৌরসভার কাউন্সেলর শেখ শফিক-উদ-দৌলা (সাগর)। পরবর্তীতে সভায় তামাকের ÿতি এবং তামাকমুক্ত সাতক্ষীরা পৌরসভা কর্মসূচি বিষয়ে সচিত্র উপস্থাপনা করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সহকারী পরিচালক জনাব মোঃ মোখলেছুর রহমান। এরপর মুক্ত আলোচনা শুরু হয়। মুক্ত আলোচনায় সাতক্ষীরা পৌরসভার কাউন্সেলর এবং কর্মকর্তাগন অংশগ্রহন করেন। সভায় আরো উপস্থিত ছিলেন এবং বক্তব্য প্রদান করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার। উপস্থিত অতিথিগন সবাই তামাকমুক্ত সাতক্ষীরা পৌরসভা কার্যক্রমের প্রশংসা করেন। সাতক্ষীরা জেলার জেলা প্রশাসনের এ্যাসিসটেন্ট কমিশনার জনাব আমিনুল ইসলাম তার বক্তব্যে বলেন তামাক মুক্ত পৌরসভা গঠনে আইন বা¯Íবায়নে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনাসহ সকল বিষয়ে জেলা প্রশাসন সক্রিয় ভূমিকা পালন ও সহযোগিতা করবেন । আলোচনা সভাটি যৌথভাবে আয়োজন করে ঢাকা আহ্ছানিয়া মিশন ও সাতক্ষীরা পৌরসভা ।

সভায় সভাপতির বক্তব্যে সাতক্ষীরা পৌরসভা প্যানেল মেয়র ফারাহ দীবা খান সাথী বলেন তামাকমুক্ত সাতক্ষীরা পৌরসভা গঠনে সকল সহযোগিতা করবেন সাতক্ষীরা পৌরসভা এবং প্রতি সপ্তাহিক এবং মাসিক সভায় সকল কাউন্সেলর মেয়র মহোদয়ের সাথে এই কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করবেন । তিনি আরো বলেন স্থানীয় জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধি করার বিষয়ে বেশি গুরুত্ব প্রদান করতে হবে । সবশেষে ঢাকা আহ্ছানিয়া মিশনের সহকারী পরিচালক মোঃ মোখলেছুর রহমান সাতক্ষীরা পৌরসভা প্যানেল মেয়র ফারাহ দীবা খান সাথীর হাতে “আসুন তামাকমুক্ত সাতক্ষীরা গড়ি’’ প্ল্যার্কাড তুলে দেয়ার মাধ্যমে সভা শেষ করেন। সভাটি সঞ্চালনা করে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রোগ্রাম অফিসার উম্মে জান্নাত।