
আজ ০২ আগস্ট ২০২১ তারিখে ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রকল্পের কর্মকর্তাদের প্রতিষ্ঠানের জেন্ডার নীতিমালার উপর অনলাইন অরিয়েন্টেশন সম্পন্ন হয়। অরিয়েন্টেশন কার্যক্রমের উদ্দেশ্য ও জেন্ডার নীতিমালার বিষয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন ঢাকা আহছানিয়া মিশনের সাধারন সম্পাদক ও ঢাকা আহছানিয়া মিশনের জেন্ডার সেলের চেয়ারম্যান ড. এস এম খলিলুর রহমান । স্বাগত বক্তব্যে তিনি বলেন, “ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের উদ্যোগে এই অরিয়েন্টেশন প্রশংসনীয় উদ্যোগ। ঢাকা আহছানিয়া মিশন জেন্ডার বিষয়ে সবসময় সচেতন এবং প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকান্ডে জেন্ডার ব্যবধানকে কমানোর জন্য করে যাচ্ছেন। আজকের এই অরিয়েন্টেশন সেই কাজকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি”। অরিয়েন্টেশন কার্যক্রমটি পরিচালনা করেন ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের জেন্ডার কমিটির ফোকাল মোঃ আমির হোসেন, কো-ফোকাল- সাম্মিয়া সাকিন ও মাহফিদা দীনা রূবাইয়া। অরিয়েন্টেশনের সমাপনি পর্বে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ। সমাপনি বক্তব্যে তিনি বলেন- ঢাকা আহছানিয়া মিশন তার প্রতিষ্ঠাকাল থেকেই শুধু নারী, পুরুষ নয় সর্বক্ষেত্রে সবার জন্য সমঅধিকার নিশ্চিতে এখন পর্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজকের এই উদ্যোগ তারই একটি অংশ। অরিয়েন্টেশনে স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের মোট ৩৬ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।