কারাফেরত মানুষদের খাদ্য ও সুরক্ষা সামগ্রী প্রদান

কারাফেরত মানুষদের খাদ্য ও সুরক্ষা সামগ্রী প্রদান

বর্তমান কোভিড-১৯ রোগের মহামারীর কারণে কর্মহীন, অসহায় ও দরিদ্র কারাফেরত ব্যক্তি ও তাদের পরিবারে মাঝে আজ ১১ জুন ২০২০ বৃহস্পতিবার ঢাকা আহ্ছানিয়া মিশন ও জিআইজেড বাংলাদেশ এর যৌথ উদ্যোগে ঢাকা আহ্ছানিয়া মিশন কর্তৃক বাস্তবায়িত ইমপ্রুভমেন্ট অফ দ্যা রিয়েল সিচুয়েশন অফ ওভার ক্রাউডিং ইন প্রিজন ইন বাংলাদেশ (আইআরএসওপি) প্রকল্পে অসহায় ও দরিদ্র কারাফেরত ব্যাক্তিদের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়। খাদ্য সামগ্রি বিতরন করেন আইআরএসওপি প্রকল্পের প্রকল্প সমন্বয়ক মোঃআমির হোসেন। উক্ত বিতরন অনুষ্ঠানে প্রকল্পের রিহ্যাবিলিটেশন সুপারভাইসর কাম কাউন্সেলরদ্বয় উপস্থিত ছিলেন। উল্লেখ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা অধিদপ্তরের অংশীদারিত্বের ভিত্তিতে জি জেড বাংলাদেশের এর কারিগরী সহযোগিতায় ২০১৪ সাল থেকে ঢাকা আহ্ছানিয়া মিশন কারাভ্যন্তরে কারাবন্দীদের মাদকাসক্তি বিষয়ক চিকিৎসা, প্রশিক্ষণ ও পুনর্বাসন কার্যক্রম বিষয়ক প্রকল্প ইমপ্রুভমেন্ট আফ দ্যা রিয়েল সিচুয়েশন অফ ওভার ক্রাউডিং ইন প্রিজন ইন বাংলাদেশ (আইআরএসওপি) প্রকল্প বাস্তবায়ন করে আসছে।