
গতকাল ০৩রা নভেম্বর ২০২১ প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন কারামুক্ত বন্দীদের মাঝে বিভিন্ন ধরণের জীবিকায়ন সামগ্রী প্রদানের মাধ্যমে উদ্যোগটি প্রাথমিকভাবে সম্পন্ন হয়। উক্ত জীবিকায়ন সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন , ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের সহকারী পরিচালক জনাব মোঃ মোখলেসুর রহমান, ঢাকা আহছানিয়া মিশন কর্তৃক বাস্তবায়িত রুল অব ল প্রোগ্রাম, জিআইজেড প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ আমির হোসেন ও প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ। উল্লেখ্য গত ১৭ ফেব্রুয়ারি ২০২১ খ্রিস্টাব্দে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান, এমপি, উপস্থিতিতে উক্ত সহায়তা কার্যক্রম এর শুভ উদ্বোধন ও জীবিকায়ন সামগ্রী বিতরণ শুরু করেন। উক্ত উদ্যোগের মাধ্যমে সর্বমোট ১৫০ জন কারামুক্ত বন্দীদের মাঝে আধুনিক সেলাই মেশিন, গরু, ছাগল, রিক্সা, ভ্যানগাড়ি, ইলেকট্রিক টুল বক্স , ওয়েল্ডিং মেশিনসহ তাদের চাহিদা মোতাবেক বিভিন্ন ধরণের জীবিকায়ন সামগ্রী প্রদান করা হয়।