ইউনির্ভাস কলেজে মানসিক স্বাস্থ্য সেবায় ফ্রি কাউন্সেলিং ক্যাম্প অনুষ্ঠিত


কাউন্সেলিং ক্যাম্পে কাউন্সেলিং সেবা প্রদান করছেন কাউন্সেলর তানিয়া সুলতানা

বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্তদের একটা বড় অংশের বয়স হচ্ছে ১৮ থেকে ২০ বছরের মধ্যে। এদের মধ্যে অধিকাংশই একটা সময় পরে পারিবারিক, মানসিক বন্ধুদের প্ররোচনার মাধ্যমে তামাক ও মাদকের মতো মরন নেশায় নিজেদের জড়িয়ে ফেলে। এই সমস্ত বিষয়কে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে আজ ১৯ ফেব্রুয়ারি ২০১৮ আহ্ছানিয়া মিশন নারী মাদাকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র মিরপুর-১০ এ অবস্থিত ইউনির্ভাস কলেজে ফ্রি কাউন্সেলিং ক্যাম্প এর আয়োজন করে। উক্ত ক্যাম্পে কাউন্সেলিং সেবা প্রদান করেন আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের কাউন্সেলর তানিয়া সুলতানা। ক্যাম্পটি সকাল ১০.৩০ টা থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পে কলেজের ১২ জন শিক্ষার্থী কাউন্সেলিং সেবা গ্রহণ করে। এছাড়াও ক্যাম্পের শেষে উক্ত কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আহ্ছানিয়া মিশন নারী মাদাকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের সেবা সম্পর্কে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে জেনে নেয়। কাউন্সেলিং সেবার পাশাপাশি সকল শিক্ষার্থীদের মাঝে মাদক ও তামাক বিরোধী ব্রুশিয়র বিতরন করা হয় এসময় উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন ও উপস্থিত ছিলেন । উল্লেখ্য আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের মাধ্যমে মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন সেবার পাশাপাশি আউটডোর কাউন্সেলিং সেবা প্রদান করা হয়।