অটোমেশনের যাত্রা শুরু হলো ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের

অটোমেশনের যাত্রা শুরু হলো ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের

আজ বৃহস্পতিবার ০৭ নভেম্বর, ২০১৯ বিকাল তিনটায় ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের অফিসে স্বাস্থ্য সেক্টর ও আম্বালা আইটির মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়। স্বাস্থ্য সেক্টরের একাউন্টিং ম্যানেজমেন্ট ও এইচ আর ম্যানেজমেন্ট সফটওয়ার তৈরিতে সহায়তা প্রদান করবে আম্বালা আইট। চুক্তিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ ও আম্বালা আইটির পক্ষে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ সিকদার। চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেক্টরের সহকারী পরিচালক মো: মোখলেছুর রহমান, আকাউন্টস কো-অডিনেটর মো: আতিকুর রহমান, প্রজেক্ট ম্যানেজার ডা: নায়লা পারভীন । ঢাকা আহ্ছানিয়া মিশনের কৌশলগত পরিকল্পনায় অটোমেশনের কার্যক্রমের অংশ হিসাবে আজ এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে স্বাস্থ্য সেক্টর নতুন আঙ্গিকে গতি নিয়ে কাজ করে যাবে।